নৌ-পুলিশ মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে ।
সদর উপজেলার নয়াগাও ও কাঠপট্টি এলাকা থেকে বুধবার (৬ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ধলেশ্বরী নদীতে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার
নিহতরা হলেন- সদর উপজেলার গোসাইবাগ এলাকার আলা উদ্দিনের ছেলে আরাফাত ওরফে আলমগীর (১৮) ও ভোলার চর টিটিয়া এলাকার আবুল কালামের ছেলে রিয়াম (১৭)। তারা মুন্সিগঞ্জের মাস্তানবাজার এলাকায় ভাড়া থাকতেন।
স্বজনদর দাবি দুই দিন আগে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাদের অপর তিন বন্ধু। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে তাদের দাবি।
মুক্তারপুর নৌ-পুলিশের সাব ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ধলেশ্বরী নদীর কাঠপট্টি ও নয়াগাও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।