৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলো পাকিস্তান

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে পাকিস্তান । এ জয়েরন মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতলো বাবর আজমের দল। রোটারডামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা য়ায় স্বাগতিকরা। দলীয় রান দুই অঙ্ক ছোঁয়ার আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত ১৮৬ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। জবাবে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ৩৩ ওভার ৪ বলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সফরকারীরা।

    জবাবে ব্যাট করতে নেমে, ১১ রানের মধ্যে দুই পাকিস্তানি ওপেনার ফখর জামান ও ইমাম উল হকের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় নেদারল্যান্ডস।

    তৃতীয় উইকেটে ৮৮ রান করে পাকিস্তানকে জয়ের পথে ফেরান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৫৭ রান করে আরিয়ান দাতের বলে আউট হন আজম। এরপর আর সাফল্য পাননি ডাচ বোলাররা।

    রিজওয়ানের ৬৯* ও আগা সালমানের ৫০* রানের ইনিংসে জয় পায় সফরকারী দল। ম্যাচ সেরা হয় নাওয়াজ। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে রোববার।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর