১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দিনাজপুরের হিলিতে হাড়িভাঙ্গা আমের ফলন ভালো হয়েছে

    দিনাজপুর দেশের আম উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম। হিলি বাজারে উঠেছে সুস্বাদু রসালো হাঁড়িভাঙা আম যার প্রতিকেজি খুচরা বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

    এছাড়াও বাজারে পাওয়া যাচ্ছে ফজলি, মিশ্রি ভোগ, রুপালিসহ বিভিন্ন জাতের আম  । রোববার  বিকেলে হিলি বাজার ঘুরে দেখা গেছে আমের দোকান রাস্তার মোড়ে মোড়ে বসেছে । তবে চাহিদা বেশি হাঁড়িভাঙা, নাক ফজলি ও রুপালীর ।

    বিভিন্ন দামে এসব আম ক্রেতাদের নিকট বিক্রি করছেন ব্যবসায়ীরা ।হাড়িভাঙা আম, কেজি ৪০ থেকে ৫০ টাকা। দরকষাকষি করে ৩৫ টাকা দরে  ক্রয় করছেন ক্রেতারা। দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা বিশেষ করে নবাবগঞ্জ উপজেলার আম বাগান থেকে আম ব্যবসায়ীরা এসব আম পাইকারি দরে কিনে আনছেন।  পাইকাররা মণ ১২০০ টাকা, কেজি ৩০ টাকা দরে আম নিয়ে আসছেন, খুচরা বিক্রি করছেন ৩৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা কেজি দরে ।

    সব ধরনের আম দেখা যাচ্ছে বর্তমান বাজারে । নবাবগঞ্জে অনেক বাগান তৈরি হয়েছে, ফলন ভাল হয়েছে হাঁড়িভাঙা আমের ।

    মাহফুজা ২০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর