২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    খুলনায় স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে হত্যা

    স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে যশোরের কপালিয়া সেতু এলাকায়। নিহত ব্যবসায়ীর নাম মো. রকিবুল ইসলাম খন্দকার। গুলিবিদ্ধ হয়েছেন  নিহতর স্ত্রী পিয়ারী বেগম বর্ষা।

    জানাগেছে, ফুলতলা উপজেলার  এম এম কলেজপাড়ার  মাহবুব খন্দকারের ছেলে ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর পৌঁছালে দুজন যুবক তাদের পথ রোধ করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অবশ্য রকিবুল ইসলামের স্ত্রী বর্ষা বেগম জানান, অভয়নগরের দত্তগাতি এলাকার আলম মেম্বারের ঘরে দাওয়াত খেয়ে  বাড়ি ফেরার পথে অল্প বয়সী অস্ত্রধারী দুই যুবক পেছন দিক থেকে রকিবুলের ডান পাজরে গুলি করে। তখন সে মাটিতে লুটিয়ে পড়লে কানের নিচে ও ডান হাতে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় বর্ষা বাধা দিলে তিনিও হাতে ও পেটে গুলিবিদ্ধ হন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর