২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার জব্দ

    ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে ।  তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

    শনিবার ভোরে ৫টায় পাঁচভূলাট এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়।

    পলাতক দুই স্বর্ণ চোরাকারবারিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম  ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।

    খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট গ্রামের নয়কোনা বটতলা এলাকায় অভিযান চালানো হয়।  এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হলে তারা একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যান। পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম ।

    তিনি আরও জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে শর্শা থানায় মামলা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ থানায় জমা দেওয়া হয়েছে।

    মাহফুজা ৭-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর