২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জেদ্দাসহ সৌদির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ এলাকা

    জেদ্দাসহ সৌদির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। কর্মকার্তারা জানান, পরিস্থিতি অবনতি হওয়ায় এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ায় বিলম্বিত হচ্ছে ফ্লাইট পরিচালনা। খবরটি জানায় আরব নিউজ।

    মক্কার আঞ্চলিক সরকার এক টুইট বার্তায় জানান, খারাপ আবহাওয়ার জন্য  এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

    সৌদির প্রেস এজেন্সি জানায়, ভারি বৃষ্টির জন্য  বৃহস্পতিবার জেদ্দা ও মক্কার সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়।  পরে বৃষ্টি কমলে  এই সড়ক খুলে দেওয়া হয়। জেদ্দায় পানিতে তলিয়ে গেছে সড়ক। ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।

    আল-এখবারিয়া চ্যানেল ভিডিও ফুটেজে দেখা  যায়, বৃষ্টির মধ্যেই মুসল্লিরা মক্কার গ্র্যান্ড মসজিদের মধ্যে কাবাকে প্রদক্ষিণ করছেন।

    এদিকে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহওয়ার কারণে কিছু ফ্লাইট দেরিতে ছাড়ছে। এ বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট বিমানের সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।

    সৌদির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরটিতে বৃহস্পতিবার ১৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

    মাহফুজা ২৫-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর