১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভোলায় ইলিশ মাছ ধরায় ৩১ জেলে আটক; ২৭ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ

    ভোলায় ইলিশ ধরার  নিষেধাজ্ঞার শেষ দিনে কোস্টগার্ড ৩১ জেলেকে আটক করেছে । এসময় তাদের কাছ থেকে এক হাজার ২০০ কেজি ইলিশ মাছ ও ২৭ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

    শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোলার সদর উপজেলার ধনিয়ার তুলাতুলি ও চরফ্যাশন ঢালচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে  জেলেদের আটক করা হয়।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লে. খন্দকার মাহাবুবুল হাসান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তুলাতুলির মেঘনা নদী থেকে এক হাজার কেজি ইলিশ ও ১৪ লাখ মিটার জাল এবং ঢালচর থেকে ১৩ লাখ ২০ হাজার মিটার জাল ও দুইশ কেজি ইলিশসহ ৩১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ
    জোনের সদস্যরা।

    তিনি আরও বলেন, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেয়া হয় ও মাছগুলো  স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

    মাহফুজা ২৯-১০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর