২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    এসিড নিক্ষেপ মামলা স্বামীসহ ৪ জনের নামে

    বুধবার (২ মার্চ) রাতে পটুয়াখালীর গলাচিপায় তয়না (২০) নামের এক গৃহবধূর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বড় ভাই ইভান বাদী হয়ে স্বামী মিলন খানসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।

    তয়নার বড় ভাই ইভান বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোনকে মিলন নির্যাতন করে আসছিল। পরে আমরা তয়নাকে বাড়ি নিয়ে আসি। এরপরও তয়নাকে যৌতুকের দাবিতে মিলন বেশ কয়েকবার চাপ দেয়। শেষমেষ মিলন তয়নার কাছ থেকে তাদের পুত্র সন্তানকে নিয়ে যায়। এছাড়া তয়নাকে যেন আর কোথাও বিয়ে দিতে না পারি সে ব্যবস্থা করে ছাড়বে বলে হুমকি দেয়।’

    তিনি আরো বলেন, ‘তয়নার চোখের অবস্থা খুবই খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছেন চিকিৎসকরা। ’

    এ বিষয়ে জানতে তয়নার স্বামী মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জাানান, গৃহবধূর ভাই চার জনরে নামে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

    প্রসঙ্গত, নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় বুধবার রাতে ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তয়নার শরীরে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার মুখের বাম অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তয়নাকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসপাতালে ও পরে সেখান থেকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর