২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ৬৫ কোটি টাকা পুরস্কার পেলেন গুগলের ভুল ধরিয়ে

    বিশ্বের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বয়স ২৩ বছর হয়েছে। সারা দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন এই গুগল, এবং অনেকের কাছেই এটি তাদের ইন্টারনেট কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যদিও গুগল এখন আর শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়, এক বিশাল প্রযুক্তির সমাহার।

    মার্কিন এ জায়ান্টের ভুল, সে তো কল্পনা করা যায় না। অথচ এই গুগলের একটি-দুইটি নয় ২৩২টি ভুল ধরেছেন এক জন। আর এতে গুগল খুশি হয়ে তাকে ৬৫ কোটি টাকা পুরস্কার দিয়েছেন। শুধু তাই নয়, আমান পান্ডে নামের ওই সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগলের একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন।

    তিনি গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল ধরেছেন।

    সম্প্রতি গুগলের ব্লগ পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।

    আমান ভারতের এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট করেছেন। ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। যদিও তিনি গুগলের ভুলত্রুটি ধরা শুরু করেছিলেন ২০১৯ সাল থেকে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর