১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পটুয়াখালীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

    পটুয়াখালীর ছোট চৌরাস্তা এলাকার এমএস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষনা করা হয়েছে।  এ ক্লিনিকে চিকিৎসক না থাকলেও  চলছিল অপারেশন।

    অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মঙ্গলবার ৩০ আগস্ট বিকেলে বিষয়টি ধরা পড়ে জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানকালে । এ সময় ক্লিনিকটির বৈধ কোনো কাগজপত্র না থাকায় ক্লিনিকটি বন্ধের ঘোষণা দেয়া হয়।

    পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. এসএম কবির হাসানের নেতৃত্বে শহরের কলাতলা এলাকায় খন্দাকার আ. রশিদ ডায়াগনস্টিক সেন্টারে চালানো হয় অভিযান । সেখানে ধরা পড়ে ভুয়া ডাক্তারের সাইনবোর্ড টাঙানোসহ নানা অনিয়মের বিষয় । পরে ভুয়া ডাক্তারের লাগানো সাইনবোর্ড সবার সামনে খুলে ফেলা হয়।

    জাহানারা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও কোনো ডাক্তার পাওয়া যায়নি। ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে পাওয়া যায় মাছ-মাংস।  এমন নানান অপরাধের জন্য তাদেরকে করা হয় সর্তক।

    নানা অনিয়মের কারণে বাউফলে সেবা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে শোকজ ও কাশিপুর ডায়াগনস্টিক সেন্টার করে দেয়া হয় বন্ধ।

    সপ্তাহে ৬ দিন এ অভিযান চলমান থাকবে বলে জানালেন সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান।

    মাহফুজা ৩১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর