২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পটুয়াখালীতে ভোক্তার অভিযান,তিন প্রতিষ্ঠানকে ৭১ হাজার জরিমানা

    পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর চালের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন প্রতিষ্ঠানে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার (২২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সংস্থাটির পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সদর উপজেলার পুরান বাজার, নিউ মার্কেট, মিঠা পুকুরপাড়সহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

    এসময় মেসার্স বৈশাখী রাইস এজেন্সি ৫০ হাজার, আলিফ মেডিকেল ১ হাজার ও রাজ্জাক রাইস এন্ড ফ্লাওয়ারকে ২০ হাজারসহ মোট একাত্তর হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

    এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

    এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ , জেলা ড্রাগ সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন সদর থানা পুলিশের একটি টিম।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর