১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন ।

    সোমবার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের কথা জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।

    বিজিবি জানায়, কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতিতে প্রতিরোধ করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও করা হচ্ছে। বিশেষ করে মহাসড়ক, রেলপথে নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে বাহিনীটি। গুজব, মিথ্যা তথ্য ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীল বা আতঙ্ক ছড়াতে না পারে সেজন্যও কাজ করবে বিজিবি। আইন-শৃঙ্খলার অবনতি ও নাশকতার কোনো তথ্য থাকলে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন করতেও অনুরোধ করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে।

    উল্লেখ্য, আজ থেকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে দলটি। জামায়াতও একই কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে সারা দেশে বিজিবি মোতায়েন করা হলো।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর