১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জে রূপগঞ্জ এর ভুলতায় নান্নু স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে

    নারায়ণগঞ্জে রূপগঞ্জ এর ভুলতায় নান্নু স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

    মঙ্গলবার  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

    শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

    ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান  জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    আড়াইহাজারের এসপি কেমিক্যাল মিলে আগুন লাগার  খবর আসে দুপুর ১টা ৩৫ মিনিটে। সেখানে আগুন নেভাকত কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

    ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, এক কিলোমিটারের ব্যবধানে অবস্থিত রূপগঞ্জের নান্নু স্পিনিং এবং আড়াইহাজারের এইচপি কেমিক্যাল কারখানায় দুপুর দেড়টায় একই সময় আগুন লাগে।

    তিনি বলেন, খবর পেয়ে নারায়ণগঞ্জ, মাধবদী, আড়াইহাজার, কাঞ্চন ও সারুলিয়া ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট আলাদা কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সাড়ে ৩টার দিকে একঘণ্টার চেষ্টায় নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এলেও এইচপির আগুন আসেনি।

    প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট রিপ্রেজেনটেটিভ রওশন হক জানান, তাদের প্রতিষ্ঠানে ১৫০ জন শ্রমিক কাজ করেন। হঠাৎ মজুত করা কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সেখানে ১০০ টনের অধিক কেমিক্যালের মজুত ছিল। প্রতিষ্ঠানে প্রতিদিন ৪০ টন হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন হয়।

    দুপুরে আগুন লাগার খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন। তিনি আরও জানান, দুটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    মাহফুজা ২৮-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর