৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দামক এফসির বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করলেন সিআরসেভেন

    আল নাসের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে আনার আগে কখনো  লিগে শীর্ষস্থানে ছিল না । রোনালদোকে দলে আনতেই দৃশ্যপট বদলে গেছে।

    শনিবার সিআরসেভেন ধামকের বিরুদ্ধে ফের এক হ্যাটট্রিক করলেন । আর আল নাসের তাতেই শীর্ষে উঠে এল লীগের।

    এ নিয়ে সৌদি লিগে ৮টি গোল করে ফেললেন রোনালদো এবং  যার মধ্যে হ্যাটট্রিক দু’টি। শনিবার পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন।

    ক্রিস্টিয়ানো রোনালদোরা দামাক এফসির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে শুরু করে । ১৭ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখেন দামাকের ফারুক শাফাই আর সেই সঙ্গে আল নাসের পেয়ে যায় পেনাল্টি। রোনালদো স্পটকিক থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে আল নাসেরকে ১-০ গোলে এগিয়ে নেন ।

    পর্তুগিজ ফরোয়ার্ড ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন । এরপর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। পরে ৪৪তম মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক এবং প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

    ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো এবং সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেন।

    সৌদি আরব প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ১৩ জয় ৪ ড্র আর এক হারে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।

    আল নাসেরের হয়ে শুরুর দুই ম্যাচে নিজেকে মানিয়ে নিতে পারেননি রোনালদো। গোলের দেখাও পাননি । তবে নিজের তৃতীয় ম্যাচ থেকে মানিয়ে নেন আল নাসেরের সঙ্গে আর সেখানেই শুরু গোলের দেখা পাওয়া।

    রোনালদো সৌদির ক্লাবে যোগ দেয়ার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন ।

    মাহফুজা ২৬-২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর