১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ২৭ এপ্রিল বোয়ালখালী-চান্দগাঁও আসনে উপ-নির্বাচন

    চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপ-নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটানা ভোট  নেয়া হবে। তবে কেন্দ্রে থাকবে না কোনো সিসি ক্যামেরা ।

    বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৫তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

    সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাও অংশ নেন সভায়।

    ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়পত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ এবং মনোনয়ন যাচাই-বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৫ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ।

    ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যানক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় এরপর আসনটি শূন্য ঘোষণা করে ।  আসন শূন্য ঘোষণা করায় গেজেট ইসিতে এলে নির্বাচনের দিন ঠিক করলো কমিশন।

    মাহফুজা ২২-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর