৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিপিএলের নবম আসরের পর্দা নামছে; টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা

    বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলের নবম আসরের পর্দা নামছে  আজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হয়।

    ফাইনালের মঞ্চে দুর্দান্ত শুরু করেছে সিলেট। প্রথম ওভারে আসে ১৮ রান এবং দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় ফ্র্যাঞ্চাইজিটি। তানভীর ইসলামের বোলিং এ  পরাস্ত হন আসরে দারুণ ব্যাটিং করা তৌহিদ । প্রথম বলেই ফেরেন বোল্ড হয়ে। দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা। হৃদয়ের আউটের পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক মাশরাফি।

    মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব দিয়ে বিপিএলের সাত টুর্নামেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন । অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও বিপিএলের সবচেয়ে সফল দলটির ঝুলিতে আছে তিনটি শিরোপা।

    এই ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হাতছানি দিয়ে ডাকছে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নেওয়ার জন্য। সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি ফাইনালে এই প্রথমবারের মতো খেলছে

    এবারের বিপিএলে মোট তিনবার দেখা হয়েছে কুমিল্লা-সিলেটের। শেষ দেখায় সিলেটকে সহজেই হারিয়েছিল কুমিল্লা। তবে লিগ পর্বে প্রথম ম্যাচেই সিলেটকে হারের মুখ দেখিয়েছিল মাশরাফির দল এবং লিগের দ্বিতীয় ম্যাচে জিতেছিল সিলেট। তাই প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে মাশরাফি-মুশফিকদের।

    কুমিল্লা একাদশ হলো— লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।

    সিলেট একাদশ হলো– তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।

    মাহফুজা ১৬-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর