১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন

    পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন। রাভিনা ট্যান্ডন ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে এক কন্যা-পুত্র সন্তান রয়েছে। এছাড়াও তার আরো দুটি পালক কন্যা রয়েছে।

    পিংকভিলাকে জানায় ‘পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে ১৭ বছর বয়সী রাশার। সিনেমাটিতে আমান দেবগনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি।’ অজয়কেও দেখা যাবে। তিনি এই সিনেমায় একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।

    আমানকে নিয়ে কিছুদিন আগে থেকেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। আর এখন সব নজর পড়েছে রাশার দিকে। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে আমান-রাশা জুটি। এই দুই স্টার কিডের প্রথম সিনেমা কেমন হয় এখন সেটাই দেখার পালা।

    পিংকভিলাকে বলিউড ইন্ডাস্ট্রির একজন জানিয়েছেন, ‘১৫ বছর ধরে ভারতীয় সিনেমায় নিজের ছাপ ফেলেছেন অভিষেক কাপুর। তার কাজ প্রশংসার যোগ্য। তার হাত ধরেই একাধিক তারকা পেয়েছে বলিউড। তিনিই খুঁজে খুঁজে নতুন ট্যালেন্টকে সবার সামনে নিয়ে এসেছেন। এদের মধ্যে বলা যায় সুশান্ত সিং রাজপুত, ফারহান আখতার, রাজকুমার রাও, সারা আলি খানের কথা। তার সিনেমায় প্রতিটি চরিত্রকে তিনি এত সুন্দর করে ফুটিয়ে তোলেন যে তা প্রশংসনীয়।

    সূত্রটি জানায়, ‘এ সিনেমায় রাশার চরিত্রটি একেবারেই ব্যতিক্রমী। আর এই চরিত্রের জন্য রাশাকে উপযুক্ত মনে করছেন পরিচালক অভিষেক। এরই মধ্যে চরিত্রের জন্য প্রস্তুত হচ্ছেন রাশা-আমান। তারা বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণও নিচ্ছেন। বড় পর্দায় অভিষেকের বিষয়টি নিয়ে রাশা-আমান উন্মুখ হয়ে আছেন।’

    সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব রাশা। রুপালি পর্দায় পা না রাখলেও তার অনুসারীর সংখ্যা কম নয়। বর্তমানে ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করছেন ২ লাখ ৭৪ হাজার মানুষ।

    কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্র কাপুরের বোনের ছেলে অভিষেক কাপুর। ১৯৯৬ সালে ‘আশিক মাস্তানে’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন অভিষেক। পরবর্তীতে ২০০৬ সালে ‘আরিয়ান’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমাটি বলিউডে মুখ থুবড়ে পড়লেও, ২০০৮ সালে দ্বিতীয় সিনেমা ‘রক অন’ দিয়ে নির্মাতা হিসেবে সকলের নজর কাড়েন অভিষেক। ‘রক অন’ সিনেমাটি ‘ফিল্ম ফেয়ার’ অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা হিন্দি সিনেমা হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিষেককে।

    পরিচালক অভিষেক কাপুর বেশ কিছু আলোচিত সিনেমা নির্মাণ করেছেন। এ তালিকায় রয়েছে— ‘রক অন’, ‘কেদারনাথ’, ‘কাই পো চে’, ‘চণ্ডীগড় কারে আশিকি’, ‘ফিতুর’।

    মাহফুজা ২৯-১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর