৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইজতেমার মূল মঞ্চে অনুষ্ঠিত হলো যৌতুকবিহীন গণবিয়ে

    শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন মঞ্চের পাশে আয়োজন করা হয় যৌতুকবিহীন বিয়ের আসর । এসব বিয়েতে বর নগদ মোহরানা আদায় করেন।

    বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা জহির ইবনে মুসলিম জানান, ময়দানের পশ্চিম-উত্তর দিকে দোয়া মঞ্চ থেকে এই বিয়ে পড়ান ভারতের মাওলানা. জোহায়রুল হাসান।

    শনিবার বাদ আছর সেখানে কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে শতাধিক বিয়ে সম্পন্ন হয়।

    হজরত ফাতেমা রা. ও হজরত আলী রা.-এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে শতাধিক বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে বাদ আসর হাফেজ মাওলানা জোবায়ের বিয়ের খুতবা প্রদান করেন।rcv মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

    বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার দায়িত্বশীল মুরুব্বি প্রকৌশলী আব্দুন নূর।তিনি  বলেন, বিয়ের জন্য সকাল থেকে অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর দেওয়া হয়।

    কয়েক বছর বন্ধ থাকার পর এবার মূল মঞ্চে অনুষ্ঠিত হলো যৌতুকবিহীন গণবিয়ে।

    মাহফুজা ১৪-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর