২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

    গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় বার্ধক্যজনিত কারণে আরও তিন মুসল্লি মারা গেছেন। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার  সকালের মধ্যে মারা যান তারা ।

    যারা মারা গেছেন তারা  তিন জন হলেন, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন, চট্টগ্রামের রাওজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জার  এবং নরসিংদীর মনহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান।

    ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের এ তথ্য  নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার রাত ৯ টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে তাদের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ নিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের ছয় মুসল্লির মৃত্যু হলো। শুক্রবার বিকালে যাত্রাবাড়ীর আক্কাস আলী , ও বৃহস্পতিবার  সকালে গাজীপুরের আবু তৈয়ব ও সিলেটের নুরুল হক  নামে তিন মুসল্লির মৃত্যু হয়।

    মাহফুজা ১৪-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর