৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ( বাণিজ্য) মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাঁচ ঘন্টা বন্ধ থাকায় দূরপাল্লার বাস, ছোট গাড়ি ও ট্রাক সিরিয়ালে আটকা রয়েছে। তবে ঘাটে ১৪ টি ফেরি সচল থাকায় সেগুলো পারাপারে তেমন সময় লাগবে না।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু ভোর থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের ফেরি চালাতে অসুবিধায় পড়তে হয়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মাহফুজা ৩-১