১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দিনাজপুরে আজ সর্বনিন্ম ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

    দিনাজপুরে আজ সকাল ৬টায় সর্বনিন্ম  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।

    বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

    আসাদুজ্জামান জানান, আজ বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এই জেলায় তাপমাত্রা ছিলো ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আদ্রতা ছিলো ৮৭ শতাংশ।

    তাপমাত্রা কমার পাশাপাশি এই জেলায় দেখা দিয়েছে শীতের প্রকোপ। সন্ধ্যা থেকেই লোক চলাচল একেবারেই কম। ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ছে চারপাশ। দরিদ্র বিশেষ করে দিনমজুররা বেশি ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। একদিকে শীতের কারণে কমেছে রোজগার। অন্য দিকে বেড়েছে শীতজনিত রোগ। জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

    ঘন কুয়াশায় শহরের রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার যানবাহনের চালকেরা বলেন, ঘন কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছাতে তাঁদের দেরি হচ্ছে।

    মাহফুজা ২৮-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর