আগামী ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বিকেল ৪টায় শুরু হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।
বছরের প্রথম অধিবেশন হিসেবে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশহিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব সংসদ গ্রহণ করবে।
৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।
মাহফুজা ১৯-১২