২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বন্ধ ছিল টোল আদায়

    ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে চার ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়। ফলে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা।কুয়াশা কমে গেলে দৃষ্টিসীমা ৬০ মিটার অতিক্রম করলে টোল আদায় শুরু হয়।

    বঙ্গবন্ধু সেতু  ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ভোর থেকে ঘন কুয়াশা বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোনো দুর্ঘটনা হয়নি।

    রোববার ঘন কুয়াশা পড়ায় ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কমে গেলে সকাল ৮টায় টোল আদায় শুরু হয়। তবে সেতু দিয়ে যানবাহন পারাপার (টোল আদায়) বন্ধ থাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

    বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান কবির বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে টোল আদায় বন্ধ রাখা হয়। কুয়াশা কমে যাওয়ায় ফের টোল আদায় শুরু হয় এবং  এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে

    মাহফুজা ১৮-১২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর