১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২ জন;হাসপাতালে ভর্তি ২৫৩ রোগী

    ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেলেন আরো  ২ জন। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর  সংখ্যা ২৬০ জনে দাঁড়ালো ।

    এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমছেই না। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হন ২৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৭১ জন।

    বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ১৩০ এবং বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১২৩ জন।

    বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৮৩ জন। আর বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন  ৪৮৮ জন।

    এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৪৪৯ জন এবং  সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ১৮ জন।

    ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

    মাহফুজা ৭-১২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর