যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত একই গ্রামের চারজনের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ মাঠে নিহতদের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
নিহতেরা হলেন মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান ও তার শিশুপুত্র তাওসিন হোসেন , মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম ও মীর রফিজ উদ্দীনের ছেলে শামছুর রহমান ।
নিহতদের জানাজায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ অসংখ্য মানুষ অংশ নেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান জানান, হাসপাতালে সব প্রক্রিয়া শেষ করে মরদেহ আনা হয়েছে। রাত ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ ময়দানে নিহত চারজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে, এ দুর্ঘটনায় নিহত অপরজন জিয়াউর রহমানের জানাজা তার নিজ গ্রাম জয়পুরে হয়েছে।
শুক্রবার সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান পাঁচজন ।
মাহফুজা ৩-১২