৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের বিপক্ষে ৩ ওয়ানডেতে নেতৃত্ব দিবেন লিটন দাস

    বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরির কারণে ছিটকে গেছেন।  তার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডেতে নেতৃত্ব দিবেন লিটন দাস।

    শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টস করতে নামবেন লিটন দাসই।

    ২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটার লিটন দাস এখন অব্দি ৫৭ ওয়ানডে খেলে করেছেন ১৮৩৫ রান। ২০১৫ সালে ভারতের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল লিটনের। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে এবার ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে তার। ওয়ানডেতে লিটন দাস হচ্ছেন বাংলাদেশের ১৫ তম অধিনায়ক।  এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আছে লিটনের। ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক তিনি ছিলেন। ।

    ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভিরাট কোহলি, রোহিত শর্মারা। সিরিজের বাকি দুই ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।

    ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-

    লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

    বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-

    রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

    মাহফুজা ২-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর