১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা

    গেল বিশ্বকাপে এক যুগ পর  জায়গা পায় সৌদি আরব। কাতারে এবার তাদের  দ্বিতীয় বিশ্বকাপ। এবার আর্জেন্টিনা ও পোল্যান্ডের মতো দলের সঙ্গে একই গ্রুপে অ্যারাবিয়ানরা। তাদের আরেক প্রতিপক্ষ মেক্সিকো ‘সি’ গ্রুপে । কঠিন এই গ্রুপে গেল বারের মতো চমক দেখাতে হলে সেরা কিছুই করতে হবে হার্ভ রেনার্ডের দলকে।

    মোহাম্মেদ আল-ওয়াইসের সৌদি আরবের গোলপোস্ট ।সামলানোর দায়িত্ব থাকবে তাদের ব্যাকলাইন সবচেয়ে অভিজ্ঞ ইয়াসের-আল শাহরানি হাতে। দলের আক্রমণের নেতৃত্বে থাকবেন ফিরাস আল-বুরাইকান। বাছাইপর্বে ১৩ ম্যাচে সালেহ আল-শেহরি সাত গোল করা বড় ভূমিকা রাখতে পারেন।

    সৌদি আরব আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ।

    সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড হলো –গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, নাওয়াফ আল-আকিদি, মোহাম্মদ আল-ইয়ামি

    ডিফেন্ডার এ আছেন : ইয়াসির আল-শাহরানি, আলি আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বাক্তি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুলহামিদ

    মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলি আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-মালকি, সামি আল-নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারি, আবদুল রহমান আল-আবুদ, সালেম আল-দাওসারি, হাতান বাহেবরি

    ফরোয়ার্ড এ থাকবেন: হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান।

    মাহফুজা ১৪-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর