১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ব্রাজিলে ভোট আজ; লুলা প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে

    আজ ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ । দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

    জরিপ সংস্থা ডাটাফোলা জানায় , বৈধ ভোটের ৫০ শতাংশ লুলাকে বেছে নিয়েছেন। প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পক্ষে মত দিয়েছেন ৩৬ শতাংশ। রান-অফ এড়াতে একজন প্রার্থীর প্রয়োজন ৫০ শতাংশের বেশি ভোট ।

    ডাটাফোলা  ৩১০টি শহরে ১২ হাজার আটশ ব্রাজিলিয়ান ব্যক্তিগতভাবে মতামত জরিপ করেন এবং  এটির বিশ্বাসযোগ্যতা শতকরা ৯৫ ভাগ বলে ধরা হচ্ছে।

    আরেকটি সংস্থা আইপিইসির ফলাফল জানায় , লুলার পক্ষে ৫১ শতাংশ বৈধ ভোটারের সমর্থন রয়েছে। সেখানে বলসোনারোর পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশের। আইপিইসির জরিপে অংশ নেয় ৩ হাজার ৮ জন এবয় জরিপ পরিচালনা করা হয় ১৮৩টি শহরে।

    তবে দুটি জরিপের তথ্য ইঙ্গিত দেয় যে রানঅফের প্রয়োজন ছাড়াই জিততে পারেন লুলা। আরেকটি সংস্থার জরিপ বলছে, লুলা বৈধ ৪৯ শতাংশ ভোটের স্কোর করেছেন। যেখানে বলসোনারো ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন। লুলার সমর্থকরা তার ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে চাইছেন আর বলসোনারো সেই ফাঁক পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    নির্বাচনী নিয়ম অনুযায়ী, প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। এতে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ  নানা কারণে সম্প্রতি বলসোনারোর জনপ্রিয়তা কমে গেছে । তবে আবার প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেয় দেশটির জনগণ সেটাই দেখার বিষয়।

    মাহফুজা ২-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর