১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    মুহুরী নদীতে পানি বাড়ায় প্লাবিত ফেনীর ফুলগাজী ও পরশুরাম

    ভারতে প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানিতে বেড়েছে মুহুরী নদীর পানি। ফেনীর ফুলগাজী ও পরশুরাম পয়েন্টে মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে ।

    শনিবার ১৭ সেপ্টেম্বর ভোরে ফুলগাজী বাজারে গার্ডওয়ালের ওপর দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে পড়ে। রোববার ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজার অংশও প্লাবিত হয়।

    ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুটের ওপর পানি। ফুলগাজী ব্রিজের উত্তর পাশে দারুল উলুম মাদরাসার ওপর দিয়ে ফেনী-পরশুরাম সড়কটি  পানিতে তলিয়ে গেছে।

    আশঙ্কা করা হচ্ছে পরশুরামের মুহুরী নদীর বাঁধ ভেঙে গেলে ফুলগাজী বাজার তলিয়ে যেতে পারে।

    ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আক্তার হোসেন জানান, ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীতে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দুই থেকে তিনটি জায়গা ঝুঁকিপূর্ণ এবং এখন পর্যন্ত কোথাও বাঁধ ভাঙেনি।

    মাহফুজা ১৯-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর