১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ৩ অক্টোবরের পর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যাবে -স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন আগামী ৩ অক্টোবরের পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যাবে  ।

    শনিবার ১২টায় হোটেল র‌্যাডিসন -ব্লুতে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    অনেক ভ্যাকসিন শেষ হয়ে গেছে এবং অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। যারা এখনো প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেন নাই, তারা ৩ অক্টোবরের পর আর টিকা পাবেন না বলেও জানান তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত একটি ক্যাম্পেইন করা হবে এবং এর মাধ্যমে প্রথম , দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ গণহারে সবাইকে দেয়া হবে। এরপর আর টিকা দেওয়া যাবে না।

    তিনি বলেন, এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ এবং ৯৪ লাখ দ্বিতীয় ডোজ নেয়নি। আমরা এখন পর্যন্ত ৩০ কোটি ডোজ টিকা দিয়েছি। এছাড়াও ১০ লাখ শিশুকে টিকা দেয়া  গেছে। এখনো টিকা দিতে হবে সোয়া ২ কোটি শিশুকে । তার মানে ৪ কোটির বেশি টিকা দেওয়া এখনো প্রয়োজন।

    মন্ত্রী জানান আগামী ১১ অক্টোবর থেকে জেলা, উপজেলা পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচি চলবে ।

    মাহফুজা ১৭-৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর