৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

    যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও বাচ্চাসহ বের করে দেয়ার অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ।

    শুক্রবার ২ সেপ্টেম্বর আদালতে মামলার এজাহার আসে। মামলার এজাহার গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান । মিরপুর মডেল থানার উপ- পরিদর্শক (নিরস্ত্র)  সোহেল রানাকে ২১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন  আদালত।

    মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগ শুক্রবার ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানা মামলা আকারে নথিভুক্ত করে ।

    মামলার হওয়ার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবাপুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে ।

    মাহফুজা ২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর