১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    এশিয়া কাপে হংকং ভারত-পাকিস্তানের গ্রুপে

    আল আমিরাত ক্রিকেট মাঠে নিজাকাত খানের হংকং দল সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে মূল পর্বের ভারত-পাকিস্তানের গ্রুপে যোগ দিলো।

    তারা এশিয়া কাপে জায়গা করে নিলো ।

    হংকং, ভারত ও পাকিস্তানের সাথে ‘এ’গ্রুপে। ৩১ আগস্ট ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ শুরু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তারা পাকিস্তানের বিপক্ষে শারজায় ২ সেপ্টেম্বর খেলবে ।

    এশিয়া কাপ বাছাইপর্বে তিন ম্যাচের সবগুলো জিতে হংকং ছিল অদম্য। আমজাদ মাহবুবের সিঙ্গাপুর একটু ভয় দেখালেও প্রথম ম্যাচটিতে তাদের ৮ রানে হারায় হংকং।

    এরপর কুয়েতকে ৮ উইকেটে হারিয়ে মূল পর্বের পথে আরও এগিয়ে যায় হংকং। সিঙ্গাপুরের বিপক্ষে কুয়েতের ৬ উইকেটের জয় দলটিকে টেবিলের দুই নম্বরে উঠিয়ে দেয়। আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল বাঁচা মরার। যদি তারা হারতো তাহলে কুয়েত উঠে যেতো এশিয়া কাপে। কিন্তু ইয়াসিম মুর্তুজার হাফ সেঞ্চুরি ও বাবর হায়াতের ২৬ বলে অপরাজিত ৩৮ রান তাদের এনে দেয় দারুণ জয়।

    এক ওভার হাতে রেখে হংকং ১৪৮ রান তাড়া করে সফল হয়। অধিনায়ক নিজাকাতও ৩৯ রানের দারুণ ইনিংস খেলেন। এর আগে অফস্পিনার ইশান খান ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে আমিরাতকে ১৪৭ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন।

    আমিরাতের পক্ষে সিপি রিজওয়ান ও জাওয়ার ফরিদ ৪৯ ও ৪১ রান করলেও তাদের ইনিংস বৃথা যায়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর