১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তান কাছে ৩-০ তে সিরিজ হারলো নেদারল্যান্ডস

    পাকিস্তানের করা ২০৬ রান তাড়া করতে নেমে ডাচরা অলআউট হয় ১৯৭ রানে। তীরে এসেও জয় তুলে নিতে পারলো না নেদারল্যান্ডস। মাত্র ৯ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয় তারা।

    ৩ উইকেট জয়ের জন্য শেষ ২ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের। এমন সময় পাকিস্তানের নায়ক হয়ে যান ১৯ বছরের পেসার নাসিম শাহ। ৪৯তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসকে জয়ের বন্দর থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।

    পাকিস্তানের নাসিম শাহ বল হাতে ৩৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম নেন ৪টি উইকেট।

    ব্যাট হাতে নেদারল্যান্ডসের টম কুপার ৬২ ও বিক্রমজিত সিং ৫০ রান করেন। ২৪টি রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে।

    তার আগে আটসাঁট বোলিংয়ে পাকিস্তানকে ৪৯.৪ ওভারে ২০৬ রানে অলআউট করে নেদারল্যান্ডস। বল হাতে ডাচদের বাস দে লিদে ৩টি ও ভিভিয়ান কিংমা ২টি উইকেট নেন।

    পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১২৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৯১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া ফখর জামান ২৬ ও আঘা সালমান ২৪ রান করেন।

    নাসিম শাহ ম্যাচসেরা হন ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর