৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডের জয়

    পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে আয়ারল্যান্ড। এ জয়ের মধ্য দিয়ে  ২-০ এগিয়ে থেকে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকরা।  টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আফগানদের। ৬৯ রানে ৫ উইকেট হারানো দলের হাল ধরতে চান হাসমাতউল্লাহ শাহিদী। কিন্তু ভাল কোন সঙ্গি না পাওয়ায়  ৮ উইকেটে ১২২ রানে থামে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে  ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় আয়ারল্যান্ড।  ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন  জস লিটল।

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন চ্যালেঞ্জিং স্কোর পায়নি আফগানিস্তান। জস লিটল (২/১৮), মার্ক এডেয়ার (২/১২),কার্টিস ক্যাম্পার (২/১৩) এবং ডিলানির (২/১৯) বোলিংয়ে ১২২/৮-এ থেমেছে আফগানিস্তান।

    এক পর্যায়ে আফগানিস্তানের স্কোর ছিল ৬৯/৫, সেখান থেকে ৬ষ্ঠ জুটির ৩০ রানের পার্টনারশিপে তিন ডিজিটের নাগাল পেয়েছে আফগানিস্তান। হাসমাতউল্লাহ শাহিদী (৩৬) ছাড়া কারো ব্যাটিং ভরসা দেয়নি।

    এদিনও টি-২০’র বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান, টি-২০’র নাম্বার ওয়ান অলরাউন্ডার মোহাম্মদ নবী, টি-২০’র অন্যতম সেরা অফ স্পিনার মুজিব জাদরান আইরিশ ব্যাটারদের ঝাঁকুনি দিতে পারেননি। রশিদ খানের কেটেছে এদিন উইকেটহীন (০/২৭)।

    ১২৩ রানের চ্যালেঞ্জে ৭ রানের মাথায় পল স্ট্রিলিং ফিরে গেলেও (৪) দুর্ভাবনায় পড়তে দেননি অধিনায়ক বালব্রিন। প্রথম ম্যাচের ম্যাচ উইনার (৩৮ বলে ৫১) আইরিশ অধিনায়ক দ্বিতীয় ম্যাচেও ম্যাচ উইনার (৩৬ বলে ৬ চার, ১ ছক্বায় ৪৬)।

    দ্বিতীয় উইকেট জুটিতে ৬৫ রানে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার ক্যাপ্টেন্স নক-এ আয়ারল্যান্ডের জয়ের পথ সুগম হয়েছে। ১৯তম ওভারের শেষ বলে ফজল হক ফারুকীকে ছক্কায় ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে সিরিজ জয়ের আবহ তৈরি করেছে আয়ারল্যান্ড।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর