বার্মিংহাম কমনওয়েলথ গেমসের দলগত পুরুষ টেবিল টেনিসে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে দলগত ইভেন্টে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠলো লাল-সবুজরা। প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে ৩-০ সেটে জয় পায় । প্রথম ম্যাচে ডাবলসে হৃদয়-রামহিম জুটি ১১-৭, ১১-৫, ১১-৪ পয়েন্টে ফিজির রিয়েলি-চৌহান দুটিকে হারিয়ে বাংলাদেশকে ১-০ সেটে অগ্রগামিতা এনে দেন।
দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির ফিজির উকে ১১-৮, ১৩-১১, ১১-৬ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে দেন ।
তিন নম্বর ম্যাচে হৃদয় ১১-১১, ১১-৩, ১১-৭ রিয়লিকে হারিয়ে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের ৩-০ সেটে জয় নিশ্চিত করেন।
দ্বিতীয় ম্যাচে গায়ানার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ সেটে জয় পায় বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল টেবিল টেনিস খেলা উপভোগ করেন ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।