১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের ভুবনেশ্বরে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। ভারতের ভুবনেশ্বরে অনুশীলন করে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর খেলা ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে। আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও আসরে অংশগ্রহন করছে ভারত, মালদ্বীপ এবং নেপাল। ম্যাচের আগে  এক ভিডিও বার্তায় দেশবাসির কাছে দোয়া চেয়েছেন দলের মিডফিল্ডার  মো মইনুল ইসলাম মইন।

    দলের সহ অধিনায়ক মইনুল এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সকলেই সুস্থভাবে ভারতে পৌঁছেছি। সকালে নাস্তার পর আমাদের জিম সেশন এবং রিকভারি সেশন ছিল। বিকেলে আমরা ট্রেনিং করবো। সামনের ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিব। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো ফল দেশকে উপহার দিতে পারি। ’

    আজ বাংলাদেশ দলের সকলের করোনা টেস্ট করা হবে। করোনা টেস্টে সকলে নেগেটিভ আসলে পরবর্তীতে খেলার অনুমতি পাবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর