তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ভারতের বিপক্ষে একশ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের মধ্য দিয়ে ১-১ সমতায় ফিরলো স্বাগতিকরা। লর্ডসে টস হেরে ব্যাট করতে নেমে যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শামিদের দুর্দান্ত বোলিংয়ে এক ওভার বাকি থাকতে ২৪৬ রানে অলআউট হয়ে যায় বাটলারের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মঈন আলি। এছাড়া উইলি করেছেন ৪১ রান।
লর্ডসে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড উইলি ও রিস টপলির তোপে মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারায় ভারত। রানের খাতাই খুলতে পারেনি রোহিত শর্মা ও রিশাভ পান্ত। শিখর ধাওয়ান ৯ ও বিরাট কোহলি করেন ১৬ রান। আউট হওয়ার আগে বেশ সাবলীলই মনে হচ্ছিল কোহলিকে।
এরপর সুর্যকুমার যাদব ২৭, হার্দিক পান্ডিয়া ২৯, রবিন্দ্র জাদেজা ২৯ ও মোহাম্মদ শামি ২৩ রান করলেও তা ছিল চাহিদার তুলনায় অপ্রতুল। টপলির ৬ উইকেট ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি, ব্রাইড কারস, মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।
শেষ পর্যন্ত ৬৭ বল হাতে রেখে ১৪৬ রানে অল আউট হয় রোহিত শর্মা বাহিনী। আগামী রোববার তৃতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের সুযোগ থাকবে দু’দলেরই।