অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের দায়ে বাংলাদেশি ক্রিকেটার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।
এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরণেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই ডানহাতি পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
২৭ বছর বয়সী শহিদুলকে আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করে। শহিদুল গত ৪ মার্চ ঢাকায় একটি আন্তর্জাতিক সিরিজের আগে আইসিসির ডোপিং পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেখানে প্রস্রাবের নমুনা প্রদান করার পর, ডোপ টেস্টে পজিটিভ হন।