ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো ভারত।দলে রাখা হয়নি বিরাট কোহলিকে। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রিত বুমরাহকেও।
বিরাট না থাকলেও ভারতীয় দলে আছেন রোহিত শর্মা। দলে নেওয়া হয়েছে ইশান কিশান, সুর্যকুমার যাদব, দিপক হুডা, শ্রেয়াস আয়ারকে। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন রিশাভ পান্ত এবং দিনেশ কার্তিক। স্পিনার হিসেবে রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং রবি বিষনোইয়ের সঙ্গে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে।
বুমরাহকে বিশ্রাম দিলেও রয়েছেন ভুবনেশ্বর কুমার। এর আগে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে ভারত। সেই দলেও ছিলেন না বিরাট।
ফিটনেস ঠিক থাকলে দলে জায়গা হতে পারে লোকেশ রাহুল ও কুলদীপ যাদবের।
টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং, লোকেশ রাহুল ও কুলদীপ যাদব (ফিটনেসের ভিত্তিতে)।