গল টেস্টে একদিন হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৩৯ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ হলো।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে ৬ উইকেটে ৪শ’৫০ রান নিয়ে ব্যাট করতে নামে দিনেশ চান্দিমাল ও রমেশ মেন্ডিস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন চান্দিমাল। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৫শ’৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আর এতেই ১শ’৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করা শুরু করে অস্ট্রেলিয়া।
অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া বোলিং তান্ডবে ১শ’৫১ রানে অল আউট হয় প্যাট কামিন্সের দল।
আগেরদিন ১১৮ রানে অপরাজিত ছিলেন চান্দিমাল। সেখান থেকে আজ লেজের সারির ব্যাটারদের নিয়ে নিজের নামের পাশে যোগ করেছেন আরও ৮৮ রান।
মিচেল স্টার্কের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন লঙ্কানদের এ অভিজ্ঞ ব্যাটার। শেষ পর্যন্ত ১৬ চার ও পাঁচটি ছয়ের মারে ৩২৬ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন চান্দিমাল। অফস্পিনার রমেশ মেন্ডিস করেন ২৯ রান।
চান্দিমালের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর আরও বড় রেকর্ডের জন্ম দেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন ৩০ বছর বয়সী এ স্পিনার।