১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সৌদি আরবের মন্ত্রিসভায় নিয়োগ পেলেন দুই নারী

    সৌদি আরবের বাদশাহ সালমান রদবদল করেছেন দেশের মন্ত্রিসভায় । দুই নারী নতুন মন্ত্রিসভায় নিয়োগ  পেয়েছেন বলে জানায়  সৌদি প্রেস এজেন্সি ।

    আল-শেহানা বিনতে সালেহ আল-আজ্জাজ ভাইস সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন সৌদি আরবের মন্ত্রি পরিষদের । তিনি সৌদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন। প্রথম কোনো নারী নিয়োগ পেলেন এই পদে।

    প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পান দেশটির ।

    আল-আজ্জাজ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের-পিআইএফ একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন।

    এর আগে পর্যটন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছিলেন  প্রিন্সেস হাইফা । তার আগে তিনি কাজ করেছেন  কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি, জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন এবং পর্যটন উন্নয়ন তহবিলে।

    ১৯৫৩ সালে  মন্ত্রি পরিষদ প্রতিষ্ঠা করেন আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ । রাজকীয় ডিক্রির মাধ্যমে নিয়োগ দেয়া হয় মন্ত্রি পরিষদের সব সদস্যকে ।

    ২০০৯ সালে প্রথম নারী মন্ত্রী নিয়োগ দেয় সৌদি আরব। দেশটির উপ-শিক্ষামন্ত্রী নিযুক্ত হন নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজ ।

    মাহফুজা ৫-৭

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর