১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইতালির পো নদীর পাশের পাঁচটি অঞ্চল পড়েছে ভয়াবহ খরার কবলে

    ৭০ বছরের মধ্যে ইতালির পো নদীর পাশের পাঁচটি অঞ্চল সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে । কর্তৃপক্ষ ওই এলাকাগুলোতে জরুরি খরা পরিস্থিতি ঘোষণা করেছে ।

    বিবিসি জানায়  এমিলিয়া-বোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লোম্বার্ডি, পিডমন্ট ও ভেনেতোতে পানির ঘাটতি মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে দেয়া হবে তিন কোটি ৮০ লাখ মার্কিন ডলার ।

    কৃষি ইউনিয়ন কোল্ডিরেত্তি জানায় , খরা ইতালির ৩০ শতাংশেরও বেশি কৃষি উৎপাদনকে ফেলেছে হুমকির মুখে । উত্তর ইতালিতে পানির ঘাটতি বাড়িয়ে দিয়েছে শীত ও বসন্তজুড়ে অস্বাভাবিক গরম আবহাওয়া এবং কম বৃষ্টিপাত । বেশ কয়েকটি পৌরসভা ইতোমধ্যে ঘোষণা করেছে পানির রেশনিং ।

    জরুরি অবস্থার লক্ষ্য বর্তমান পরিস্থিতিকে ভিন্ন উপায় ও ক্ষমতা দিয়ে পরিচালনা করা বলছেন  ইতালির সরকার।

    ইতালির দীর্ঘতম নদী হল পো । এটি দেশটির পূর্ব দিকে ৬৫০  কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রবাহিত। পো উপত্যকার কৃষকরা জানান , ফসল নষ্ট করছে সমুদ্রের লবণাক্ত পানি এখন নদীতে মিশে  যেয়ে।

    মাহফুজা ৫-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর