২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইংল্যান্ড এবার বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো

    স্পোর্টস ডেস্ক :  তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে  বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যোন্ডের বিপক্ষে  সাত উইকেটে জয় পেয়েছে  ইংল্যান্ড। এ জয়ের মধ্য দিয়ে ৩-০ হোয়াইটওয়াশ হলো কিউইরা। ইংল্যান্ড ২০১৮ সালের নভেম্বরের পর প্রথমবার তিন বা তার বেশি টেস্টের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো  ।লিডস টেস্টে ২৯৬ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ১১৩ রান দূরে থাকতে পঞ্চম দিন মাঠে নামে তারা। ওলি পোপ ৮১ ও জো রুট ৫৫ রানে অপরাজিত ছিলেন। দিনের প্রথম ওভারেই পোপ আর ১ রান যোগ করে টিম সাউদির কাছে বোল্ড হন।

    বাকি সময় রুটের সঙ্গে অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। ৭১ রানে অপরাজিত ছিলেন তিনি। আর ৮৬ রানে খেলছিলেন রুট। দুজনের অবিচ্ছিন্ন জুটি ১১১ রানের।

    বেয়ারস্টো এবারও ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। মাত্র ৪৪ বল খেলে ৮ চার ও ৩ ছয়ে দুরন্ত ছিলেন তিনি, তাতে ১৫.২ ওভারে লক্ষ্য পূরণ হয়ে যায়। ৫৫তম ওভারে মাইকেল ব্রেসওয়েলকে চার ও ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন বেয়ারস্টো। ১২৫ বলে ১১ চার ও ১ ছয়ে সাজানো ছিল রুটের ইনিংস।দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ। সিরিজের সেরা খেলোয়াড় হন রুট। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান টানা দুই টেস্টে সেঞ্চুরির পর আরেকটি ম্যাচ নির্ধারণী ইনিংস খেললেন।

    টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩২৯ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৬০ রানে অল আউট হয় ইংল্যান্ড। এতে করে ৩১ রানের লিড পায় স্বাগতিতরা।  ৩১ রানে পিছে থেকে ব্যাট করতে নেমে ৩২৬ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ২ ৯৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর