২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রধানমন্ত্রীর ফলক উন্মোচন  করলেন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন উন্মোচন করেছেন । আজ শনিবার দুপুর ১২ টা ৩৮ মিনিটে ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সেখানে মোনাজাত হয়।

    এর আগে ‘জয় বাংলা’ বলে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন আজ দুপুর ১২টায় উদ্বোধন করেন তিনি।

    এর আগে টোলপ্লাজা থেকে নিজ হাতে টোল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে এসে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

    শনিবার সকাল ১০টায় জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হওয়া বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধী সমাবেশে অংশ নেন দেশি-বিদেশি কয়েক হাজার আমন্ত্রিত অতিথি।

    তিনি পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করেন। এর পর প্রধানমন্ত্রী টোল প্লাজায় যান ও টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর