২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ‘শান’ মুক্তি পাচ্ছে এবার উত্তর আমেরিকায়

    সিয়াম-পূজা অভিনীত ‘শান’সিনেমাটি এবার উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে । আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০টি হলে দেখা যাবে ‘শান’। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। ৫ জুন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়। প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। এদিকে সংশ্লিষ্টরা ক্যাম্পেইন করছে সিনেমা মুক্তির আগেই । ফ্যানমেড ট্রেলার-টিজার কন্টেস্টের ঘোষণাও দেয়া হয়। পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ । ইভেন্টের জয়ীদের সঙ্গে রাতের খাবার খান সিয়াম-পূজাসহ ‘শান’র নির্মাতা এম রাহিম, গল্পকার আজাদ খানসহ অন্যান্য কলাকুশলীরা। এ সময় সিয়াম বলেন, ‘‘শান’ সিনেমার অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু ‘শান’ না, ঈদের সব সিনেমাই এবার দর্শক দেখেছেন। আশা করি, আগামীতে আরও ভালো ভালো সিনেমা নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন।’ পূজা বলেন, ‘‘পোড়ামন টু’ ও ‘দহন’র পর হলে এমন দর্শক দেখলাম। সিয়াম-পূজা জুটিতে তারা বিশ্বাস রেখেছেন, এই জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। ঈদে বাংলাদেশের পাশাপাশি একযোগে মালয়েশিয়ায় মুক্তি পায় ‘শান’ । দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করে বঙ্গজ ফিল্মস।

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর