৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইউরোপিয়ান শিরোপা ৪২ বছর পর জিতলো ফ্রাঙ্কফুর্ট

    জার্মানির ক্লাব এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে । বুধবার দিবাগত রাতে স্পেনের রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে রেঞ্জার্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় ফ্রাঙ্কফুর্ট ।

    ফ্রাঙ্কফুর্ট ৪২ বছর পর জিতলো। এর আগে ১৯৮০ সালে সবশেষ তারা ইউরোপা লিগের শিরোপা জিতেছিল। ইউরোপা লিগের শিরোপা জেতায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে খেলার সুযোগ পেলো ফ্রাঙ্কফুর্ট। যদিও জার্মান বুন্দেস লিগার পয়েন্ট টেবিলে তারা অবস্থান করছে ১১তম স্থানে।

    অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর ৫৭ মিনিটে এগিয়ে যায় রেঞ্জার্স। এ সময় জোয়ে আরিবো গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ৬৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টের রাফায়েল বোরি গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

    এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ভাঙে না সমতা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও চলে লড়াই। তবে ফ্রাঙ্কফুর্ট ৫টি শট থেকেই গোল আদায় করে। অন্যদিকে তাদের গোলরক্ষক কেভিন ট্রাপ রুখে দেন রেঞ্জার্সের অ্যারন রামসির নেওয়া শট। তাতে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় জার্মান ক্লাবটির। ৪২ বছর পর জিতে নেয় ইউরোপিয়ান শিরোপা। নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে খেলা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর