করোনাভাইরাস থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান।যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে বৃহস্পতিবার করা করোনা টেস্ট করানো রিপোর্টে নেগেটিভ এসেছে সাকিবের।বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
করোনামুক্ত হওয়ার পরপরই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিচ্ছেন এ অলরাউন্ডার। আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে পাওয়া যেতে পারে তাকে।