৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ম্যানসিটির বড় জয় ডি ব্রুইনের ৪ গোলে

    বুধবার দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি  ডি ব্রুইনের ৪ গোলে বড় জয় পেয়েছে । কেভিন ডি ব্রুইনের ৪ গোলে ভর করে তারা ৫-১ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে । রহিম স্টার্লিং অপর গোলটি করেছেন ।

    এই জয়ে লিভারপুলের চেয়ে আবারও ৩ পয়েন্টে এগিয়ে গেলো স্কাই ব্লুজরা। আগের দিন অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ম্যানসিটিকে ছুঁয়েছিল লিভারপুল। ৩৬ ম্যাচ থেকে ম্যানসিটির সংগ্রহ ৮৯ পয়েন্ট। আর লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। আর একটি ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্দিওলার শিষ্যদের।

    ভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ডি ব্রুইন। ৭ মিনিটে বার্নার্ডো সিলভার থ্রোবল থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে জড়ান ব্রুইন। অবশ্য ১১ মিনিটেই পাল্টা আক্রমণে গোল করে সমতা ফেরান উলভারহ্যাম্পটনের লিয়ান্ডার ডেনডনকার।

    ১৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে আবার দলকে এগিয়ে নেন ব্রুইন। ২৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতে ম্যানসিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

    বিরতির পর ৬০ মিনিটে চতুর্থ গোলটি করেন ডি ব্রুইন। তাতে ব্যবধান হয় ৪-১। আর ৮৪ মিনিটে উলভারহ্যাম্পটনের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রহিম স্টার্লিং। তাতে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

    এমন বড় জয়ে গোল ব্যবধানও বেড়েছে স্কাই ব্লুজদের। ম্যানসিটির গোল ব্যবধান এখন +৭২। আর লিভারপুলের +৬৫।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর