১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ‘অশনি’র প্রভাবে স্থগিত রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ

    আলোচিত খবর ডেস্ক: ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাঙামাটির সাজেক-ভ্যালি সফর স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলতি মাসের ১২মে থেকে ১৪মে পর্যন্ত তিনদিনের ভ্রমণ স্থগিত করা হয়েছে।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, মূলত ঘূর্ণিঝড় অশনি’র দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি সাজেক ভ্রমণ করছেন না।

    আলোচিত খবর/এসএইচ

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর