১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    শ্রীলঙ্কার বিপক্ষে  নাঈমের পরিকল্পনা

    মিরাজের জায়গায় খেলেছিলেন নাঈম হাসান। মেহেদী হাসান মিরাজের প্রত্যাবর্তনে আবার জায়গা হারায় নাঈম। মিরাজের সাম্প্রতিক অলরাউন্ড পারফরম্যান্স নাঈম ছিটকে পরেন। মেহেদী হাসান মিরাজের ইনজুরির কারনে  শ্রীলঙ্কার বিপক্ষে  আবারো ডাক পেলেন  নাঈম। দীর্ঘ বিরতির পর দলে ফিরলে কোন প্রভাব পড়বে কিনা এমটা জানতে চাইলে । নাঈম বলেন

    জাতীয় দলে বিরতি পড়লেও সেটি নিজের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে মনে করছেন । সমস্যা যেন না হয় সে জন্যে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের টোটকার পাশাপাশি লঙ্কান ক্রিকেটারদের ভিডিও ফুটেজ দেখে নিজেকে প্রস্তুত করছেন বলে জানান নাঈম।

    নাঈম বলেন, ‘আসলে টেস্ট ম্যাচে লম্বা সময় একটা জায়গায় বোলিং করতে হয়। হেরাথ বলেছেন কোথায় বল করতে হবে, ধৈর্য্য ধরে বোলিং করতে হবে। তারপর সোহেল স্যারের সঙ্গে কাজ করেছি। ওদের ভিডিও দেখেছি। ওই হিসেবে প্ল্যান করছি। সুযোগ পেলে ভিডিও দেখাটা কাজে লাগতে পারে। বিসিএল, এলসিএলে চারদিনের ম্যাচে খেলি। সমস্যা হবে না আশা করি।’

    নাঈম বলেন, ‘১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব আর প্রসেসটা ধরে রাখার চেষ্টা করব। যখন ব্যাট হাতে নামি নিজেকে ব্যাটার মনে করি। আর যতটুক পারি, দলে অবদান রাখার চেষ্টা করি।’

    নিজের শতভাগ দিয়ে দলের জন্য ভালো কিছু করতে মুখিয়ে ডানহাতি এই বোলার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান তিনি।

    ২০১৮ সালে সাগরিকায় নাঈমের অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নিজের সবশেষ ম্যাচটিও তিনি খেলেছেন উইন্ডিজের বিপক্ষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। ডানহাতি এ বোলার ৭ টেস্টের ক্যারিয়ারে উইকেট শিকার করছেন ২৫টি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর